শাহরুখ খান থেকে ‘বাদশা’, অমিতাভ বচ্চন থেকে ‘শহেনশাহ’! পছন্দের তারকাদের কতই না ভাবে সম্বোধন করতে পছন্দ করেন অনুরাগীরা। ঠিক যেমন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। ‘লেডি সুপারস্টার’-এর তকমা দেওয়া হয় তাঁকে। তবে এই বিষয়টি নিয়ে এ বারে আপত্তি জানিয়েছেন নয়নতারা। সমাজমাধ্যমে একটি দীর্ঘ বিবৃতিতে অভিনেত্রী লিখেছেন, ‘আমার বিনীত অনুরোধ, আমাকে ‘নয়নতারা’ বলেই ডাকুন। কারণ এই নামটা আমার হৃদয়ের কাছের।’ তবে অনুরাগীদের কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি নায়িকা। লেখেন, ‘আমি আপনাদের ভালবাসায় আপ্লুত। আমিও আমার নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করতে থাকব।’