অধিবেশনের প্রথম দিনে শিক্ষকদের বিক্ষোভে উত্তাল বিধানসভা চত্বর। বুধবার প্রায় ৫০ জন মহিলা বিধানসভার উত্তর দিকে ভিভিআইপি গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। কয়েকজন চড়ে বসেন গেটের ওপরে। পর্যাপ্ত মহিলা কর্মী না থাকায় বিক্ষোভ নিয়ন্ত্রণে আগে বেগ পেতে হয় পুলিশকে। দীর্ঘক্ষণের বিশৃঙ্খলার পর অবশেষে বাড়তি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষক ঐক্য মঞ্চ নামে সংগঠনের সদস্যরা বুধবার বেলা ১১টার কিছু পরে বিধানসভার ভিভিআইপি গেটের সামনে পৌঁছে যান। বিক্ষোভকারীদের নিয়ে পুলিশের কাছে কোনও খবরই ছিল না। হঠাৎই সংগঠনের পতাকা বার করে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় ৫০ জন মহিলা। কয়েকজন গেট বেয়ে উপরে উঠে পড়েন।
বিধানসভায় মোতায়েন মহিলা পুলিশকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন। এর পর হেয়ার স্ট্রিট থানায় খবর যায়। কলকাতা পুলিশের তরফে পাঠানো হয় বাড়তি মহিলা বাহিনী। এর পর টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলেন পুলিশকর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় নামানো হয় গেটে চড়ে বসা মহিলা পুলিশকর্মীদের।