একবছর আগে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে শিবাজির ৩৫ ফুটের একটি মূর্তি উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মূর্তি আট মাস না পার হতেই, গত ২৬শে তা ভেঙ্গে পড়ে। এরপরই ওঠে দুর্নীতির অভিযোগ। সমালোচনায় সরব হয় বিরোধী দলগুলি। আজ ওই ঘটনাকে কেন্দ্র করে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী। প্রকাশ্যে জনসভায় জনগণের কাছে মোদী বলেন, “আমি মাথা নত করে ক্ষমা চাইছি। যারা ছত্রপতি শিবাজি মহারাজকে ঈশ্বর বলে মনে করেন, তারা অত্যন্ত আঘাত পেয়েছেন। আমি তাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মূল্যবোধ আলাদা। আমরা ভারত মাতার বীর সন্তান বীর সাভারকরকে গালিগালাজ, অপমান করি না। আমাদের কাছে ঈশ্বরের থেকে বড় কিছু নেই। ওরা ক্ষমা চাইতে রাজি নয়, কিন্তু আদালতে গিয়ে লড়তে রাজি।”