আজকে শিলিগুড়িতে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি প্রতিবাদে বিশাল পদযাত্রাতে সামিল হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সঙ্গে নেতা ও কর্মীবৃন্ধ । মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো একাধিক ইস্যুতে নরেদ্র মোদী সরকার কে তোপ দাগেন ।তিনি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কে সিন্ডিকেট বলেন । একই সঙ্গে উত্তর বঙ্গে অননুনয়নের অভিযোগ ও করেনকেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ।তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন “আপনি কবে গ্যাস বিনা পঁয়সাতে দেবেন সেটা সবাই কে জানান “।
- Advertisement -
- Advertisment -