Thursday, October 5, 2023
Homeপশ্চিমবঙ্গশিলিগুড়ির চা বাগানে চিতাবাঘের হানায় জখম ২ শ্রমিক

শিলিগুড়ির চা বাগানে চিতাবাঘের হানায় জখম ২ শ্রমিক

শিলিগুড়ির নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতভাইয়া চা বাগানে চিতাবাঘের হানায় জখম হলেন ২ শ্রমিক। বুধবার সকালে ঘটনাটি ঘটে।

জানা গেছে, ঝোপের আড়াল থেকে একটি চিতাবাঘ  হঠাত্‍ করে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। মাথা এবং মুখে থাবা বসিয়ে দেয় তাঁর। গুরুতর আহত হন তিনি।  চিতাবাঘের হানায় জখমদের একজনের নাম রাজীব লিম্বু। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যান নকশালবাড়ি টুকরিয়া ঝাড় বনাঞ্চলের কর্মীরা। আহত দু’জনকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন শ্রমিকরা বাগানে কাজ করছিলেন। সেইসময় চিতাবাঘটি তাঁদের ওপর হামলা চালায়। ওই এলাকায় চিতাবাঘের হানা নতুন কোনও ঘটনা নয়। স্থানীয়রা জানান, প্রায় একমাস ধরে সেখানে চিতাবাঘের আতঙ্কে রয়েছেন তাঁরা। চিতাবাঘের হানায় এর আগেও গবাদিপশুর মৃত্যু হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments