গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার শিবমন্দির এলাকায় অভিযান চালায় বাগডোগরা রেঞ্জের বন কর্মীরা। এরপর সেখানে একটি পিকআপ ভ্যান আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণ টিক কাঠের আসবাবপত্র। এরপর বৈধ কাগজপত্র দেখাতে বলা হয় তবে চালক সহ কেউই কোন বৈধক কাগজপত্র দেখাতে পারেনি। এরপরেই এই ঘটনায় দুজনকে আটক করে নিয়ে আসে বন কর্মীরা। দুজনের নাম আলাউদ্দিন মোল্লা ও নুর হাসান মোল্লা। দুজনেই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। এই বিষয়ে বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সুনম ভুটিয়া জানিয়েছেন আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল প্রচুর পরিমাণ টিক কাঠের আসবাবপত্র নিয়ে আসা হচ্ছে। সেই কারণে আমরা অভিযান চালাই এবং একটি গাড়ি আটক করে টিক কাঠের আসবাব পত্র উদ্ধার করা হয়। এই ঘটনা এখনও পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। এর পাশাপাশি এই টিক কাঠের আসবাবপত্র গুলি কলকাতা থেকে নিয়ে আসা হয়েছিল শিলিগুড়িতে। উদ্ধার হওয়া আসবাবপত্রের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। তবে কোথা থেকে টিক কাঠ কাটা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা।