“শিল্পার নাম জড়াবেন না…”, পর্নোগ্রাফি-কাণ্ডকে ঘিরে কেমন এমন মন্তব্য করলেন রাজ কুন্দ্রা? সম্প্রতি পর্নোগ্রাফি-কাণ্ড এবং ইডি হানা নিয়ে ফের আলোচনায় উঠে এসেছে শিল্পপতির নাম। সেই সঙ্গে প্রতিবারের মতো জড়িয়েছে স্ত্রী শিল্পা শেট্টির নামও। এর আগেও যত বার ইডি তলব করেছে, তত বার রাজ কুন্দ্রার সঙ্গে নাম জড়িয়েছে শিল্পার। রাজের অনুরোধ তাঁর সঙ্গে যেন ভবিষ্যতে অযথা শিল্পার নাম না জড়ান হয়! শনিবার এই প্রসঙ্গে রাজ বলেন, “এই মামলায় বারংবার শিল্পার নাম জড়ান হচ্ছে কোনও অর্থ ছাড়াই। আমার অভিনেত্রী স্ত্রী কোনও ভাবে এর সঙ্গে জড়িত নয়।”