শিশুদের ঠোট কাটা ও তালু কাটা অপারেশন আনোন্দলোক হাসপাতালে নিঃশুল্ক করা হচ্ছে। বিনা খরচায় এই অপারেশন হচ্ছে। এই বিষয়ে সবাইকে সচেতন করতে আনন্দলোক হাসপাতাল থেকে এক সচেতনতা শিবির আয়োজিত হল। আয়োজকরা জানান স্মাইলট্রেইন আমেরিকা এন জি ও সহযোগিতায় ২০০৫ থেকে আনন্দলোক হাসপাতালে বিনা খরচায় এই ঠোঠ কাটা ও তালু কাটা অপারেশন করে চলছি।
এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাশাসক আর বিমলা, জেলা মুখ্য স্ব্যাস্থ আধিকারিক সুমিত গাঙ্গুলী এছাড়া জেলার বিভিন্ন প্রান্তের আশা কর্মীরা উপস্থিত ছিল।
আয়োজকরা জানান যাতে গ্ৰাম গঞ্জ, চা বলয় প্রত্যন্ত এলাকার মানুষরা জানতে পারে বিনা খরচায় এই অপারেশন হচ্ছে সেই জন্য এই শিবির আয়োজন করা হয়েছে।