বছর শুরুতেই পূর্ভাবাস অনুযায়ী স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম হলো তাপমাত্রা। বড়দিন উষ্ণতম কাটলেও নিরাশ করেনি নতুন বছর শুরুর দিন। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। কুয়াশার কারণে বাগডোগরা বিমানবন্দরে ব্যহত পরিষেবা যদিও সপ্তাহান্তে ফের বাড়বে তাপমাত্রা। আগামী ৭২ ঘণ্টায় আরও জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দু’থেকে তিন ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারা পতনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েক দিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে কুয়াশায় মোড়া থাকবে। তবে দার্জিলিঙের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।