শীতের ঝোড়ো ব্যাটিংয়ে কাঁপছে দক্ষিণবঙ্গ। ঠান্ডায় কাবু কলকাতাবাসীও৷ বলা যায় শীতের কামব্যাক ইনিংস এখন জমজমাট৷ সর্বনিম্ন তাপমাত্রা আরও নীচে নামতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের৷ শনিবার তিন ডিগ্রি চড়ার পর রবিবার একধাক্কায় তিন ডিগ্রি নামল পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম।
রবিবার হালকা মেঘলা আকাশ রয়েছে। বেশ কিছু এলাকায় ঝোড়ো ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে শহরে। উত্তুরে হাওয়া দাপটে তাপমাত্রা কমেছে। উত্তুরে হাওয়ার দাপটে নেমেছে পারদ। বাতাসে এখনও হিমের পরশ। সকাল–রাতে বেশ শীত শীত ভাব রয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা অনেকটাই কম। বুধবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।