More
    Homeঅনান্যশীতে ত্বকের আর্দ্রতা রক্ষায় বডি পলিশার

    শীতে ত্বকের আর্দ্রতা রক্ষায় বডি পলিশার

    এই শীতের শুষ্ক আবহাওয়ায় সবার ত্বক একটু হলেও কালচে হয়ে ওঠে। এর কারণ হচ্ছে ত্বকের উপরে জমে থাকা মৃত কোষ। এছাড়া গ্রীষ্মকালের থেকে যাওয়া জেদি ট্যান তো রয়েছেই। ত্বকের কালচে ভাব কাটাতে ও আর্দ্রতার যোগান দিতে আপনাদের জন্য থাকছে দুটি বডি পলিশার রেসিপি যা আপনি হাতের কাছের কিছু উপকরণ দিয়ে ঘরেই বানাতে পারবেন।

    বডি পলিশার কী?

     

    বডি পলিশার কে বডি স্ক্রাব এর mild ভার্সন বলা যায়। এর স্ক্রাবিং particles বডি স্ক্রাব particles থেকে ছোট ও mild বলে বডি পলিশ রোজরোজ ব্যবহার করা যায়। ত্বকের কোন ক্ষতি ছাড়াই। তাছাড়া বডি পলিশ তার ছোট particles এর কারণে বডি স্ক্রাব এর চেয়েও ভালো ভাবে মৃত কোষ দুর করতে সক্ষম। চেষ্টা করবেন বডি পলিশার ব্যবহার করার পর বডি ওয়াশ বা সাবান ব্যবহার না করতে। নিয়মিত বডি পলিশ করলে ত্বক তো উজ্জ্বল হয়ে উঠবেই তার সাথে মৃত কোষ ঝরে যাবার কারণে ত্বক আপনার বডি লোশান, বডি বাটার বা বডি অয়েল এর আর্দ্রতা ও nourishment অনেক ভালো ভাবে গ্রহণ করতে পারবে। আর যদি নিয়মিত ব্যবহার না করতে পারেন তবে সাত দিনে একবার ব্যবহার করলেও ভালো ফল পাবেন।

     

    ০১. হলুদ – ওটমিল ডি-ট্যানিং বডি পলিশারঃ

     

    2

     

    যা যা লাগবে-

     

    -কাঁচা হলুদ (তিন-চার ইঞ্চি টুকরা)

     

    চাইলে হলুদ গুঁড়াও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে চা চামচের অর্ধেক ব্যবহার করবেন এবং দাগ থেকে সাবধান থাকবেন। হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ট্যান দুর করে ও ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে বাঁচায়।

     

    -ওটমিল (তিন টেবিল চামচ)

     

    যেকোনো শপিং মল বা সুপারস্টোরে পাবেন। এটি ভালো স্ক্রাব হিসেবে কাজ করে ও ত্বকের কালচে ভাব দুর করে।

     

    -বেসন অথবা চন্দনের গুঁড়া (দুই টেবিল চামচ)

     

     

    বেসন ত্বকের টান টান ভাব ধরে রাখে। তবে শীতে যাদের বেসন ব্যবহার করতে সমস্যা হয় তারা চন্দন ব্যবহার করতে পারেন…এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

     

    -মধু (এক টেবিল চামচ)

     

    মধু ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বককে কোমল করে।

     

    -লেবুর রস (দুই টেবিল চামচ)

     

    ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে ও ত্বকের কালচে ভাব দুর করেউজ্জ্বলতা বৃদ্ধি করে।

     

    -তেল (দুই টেবিল চামচ)

     

    অলিভ অয়েল, তিলের তেল, অথবা নারকেল তেল ব্যবহার করতে পারেন। এই তেল গুলো anti oxidant ও ভিটামিন ই সমৃদ্ধ।অলিভ অয়েল ব্যবহার করলে চেষ্টা করবেন Extra virgin olive oil ব্যবহার করতে। এটা ত্বকের জন্য বেশি উপকারী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments