Monday, March 27, 2023
Homeপশ্চিমবঙ্গশীত বিদায় নিতেই গরমে নাজেহাল রাজ্যবাসী, আগামী কয়েকদিন আরও বাড়বে তাপমাত্রা

শীত বিদায় নিতেই গরমে নাজেহাল রাজ্যবাসী, আগামী কয়েকদিন আরও বাড়বে তাপমাত্রা

শীত বিদায় নিতেই রাজ্যে উত্তাপ বাড়ছে গরমের। সকালের দিকে ঘন কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলছে। সূর্যের তেজে বাড়ছে গরম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আপাতত এমনই আবহাওয়া। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে শীত। তবে, সকালের দিকে থাকছে ঘন কুয়াশা। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে গরমও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন গরম আরও বাড়বে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে সেভাবে না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দ্রুত বাড়ছে। বসন্তে পারদ চড়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রীতিমতো চমক রাজ্যবাসীর জন্য। বসন্তের হালকা শীতের আমেজ একেবারে গায়েব। ভোটমুখী বঙ্গে ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে রাজনৈতিক উত্তাপের সঙ্গে টেক্কা দিচ্ছে আবহাওয়াও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments