শুক্রবারের মত শনিবারও সকাল থেকে আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা জামশেদপুর-দিঘা হয়ে বঙ্গোপসাগরে গিয়েছে। শুক্রবার অর্থাৎ ২৬ জুলাই দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবারের জন্য উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই। শনিবার নাগাদ দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায়। এছাড়া অন্য জেলাগুলিতে ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস আপাতত নেই।
শুক্রবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পূর্ব বর্ধমানে। শনিবার ও রবিবার আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস নেই। শুক্রবার আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে। কোনও কোনও জায়গায় দুই-এক পশলা বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে তাছাড়া কিছু জায়গায় বজ্রবিদ্যুতের পূর্বাভাসও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার যা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৮০ শতাংশ।