শুক্রবার গোয়া বনাম বাংলা লড়াই। মোহনবাগান শীর্ষস্থান অটুট রাখতে গোয়ার বিরুদ্ধে নামতে প্রস্তুত। তবে লড়াই যে কঠিন, তা মেনে নিচ্ছেন হোসে মোলিনা। কারণ, অক্টোবরে মুম্বই সিটি এফসি-র কাছে হারের পর থেকে গত ছ’টি ম্যাচের একটিতেও হারেনি এফসি গোয়া। এক্স ফ্যাক্টর হচ্ছেন, মোহনবাগানের প্রাক্তনী আর্মান্দো সাদিকু। এবার আরবসাগর পাড়ের ক্লাবে গিয়ে আরও দুরন্ত ফর্মে এই ফুটবলার। ফলে, তাঁকে থামানোই বড় চ্যালেঞ্জ বাগান রক্ষণের। অন্যদিকে মোহনবাগানও অপ্রতিরোধ্য গতিতে দৌড়চ্ছে। টানা আটটি ম্যাচে অপরাজিত তারা, যার মধ্যে সাতটিতেই এসেছে জয়। গ্রেগ স্টুয়ার্টকে গোয়া নিয়ে গেলেও তার খেলা নিয়ে সংশয় রয়েইছে। কোনওরকম ঝুঁকি নিতে রাজি নন মোলিনা। ইতিহাস বলছে, দুই দল মুখোমুখি হয়েছে মোট আট বার। তার মধ্যে দু’বার এফসি গোয়া হারিয়েছে মোহনবাগানকে। পাঁচবার জেতে মোহনবাগান। একটি ম্যাচে ড্র হয়।