More
    Homeখেলাশুক্রবার থেকে শুরু হচ্ছে সম্মানের লড়াই, বর্ডার-গাভাসকর ট্রফি

    শুক্রবার থেকে শুরু হচ্ছে সম্মানের লড়াই, বর্ডার-গাভাসকর ট্রফি

    শুক্রবার থেকে শুরু হচ্ছে সম্মানের লড়াই, বর্ডার-গাভাসকর ট্রফি। ভারত-অস্ট্রেলিয়ার দশ হাজারি ক্লাবের দুই জীবন্ত কিংবদন্তি অধিনায়ক সুনীল গাভাসকর ও অ্যালান বর্ডারের নামেই এই ট্রফির নামকরণ। তবে সম্মানের লড়াইয়ে বা মর্যাদার লড়াইয়ে টেস্ট ক্রিকেটে অন্যতম সিরিজে পরিণত হলেও, বয়সে নবীন এই ট্রফি। অ্যাশেজের ১০০ বছরেরও বেশি পরে ১৯৯৬ সালে শুরু হয় বিজিটি। ১৯৯৬-৯৭ মরসুমে প্রথমবারের মতো বর্ডার-গাভাসকর ট্রফি ভারতে অনুষ্ঠিত হয়। তার আগেও ভারত ও অস্ট্রেলিয়া ১৯৪৭ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ৪৯ বছরে ৫০বার একে-অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি হয়। কিন্তু তা যেমন নির্ধারিত সূচি মেনে ছিল না। তেমন ট্রফির নামকরণও হয়নি। বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হতেই অন্যমাত্রায় ছড়ায় আকর্ষণ। ইন্দো-অজি মহাযুদ্ধে বিরাট কোহলির আগ্রাসন, ভারতের তাসের ঘরের মতো ভেঙে পড়া ইনিংস, চেতেশ্বর পূজারার অসাধারণ ইনিংস কিংবা রাহুল-লক্ষ্মণের পার্টনারশিপ সবই যেন ইতিহাস হয়ে রয়েছে পাতায় পাতায়। শুধু তাই নয়, কুখ্যাত মাঙ্কিগেট স্ক্যান্ডাল হোক বা স্টিভ স্মিথের ব্রেন ফেড। বর্ণবিদ্বেষী মন্তব্য হোক বা ঔদ্ধত্যের আগুন, বর্ডার-গাভাসকর সিরিজে অন ফিল্ড বিতর্ক অনেকসময় ক্রিকেটের সৌন্দর্যকেও ছাপিয়ে গিয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments