শুটিং-এর আগে প্রযোজককে দিতে হবে ছবিপিছু ৫ লাখ টাকা জমানত! ইম্পা এবং ফেডারেশন-এর বৈঠকে আর কী হল এদিন? এদিন দুই পক্ষের তরফ থেকেই উঠে আসে একাধিক আবেদন। সেই বৈঠকে ছবি বুঝে টেকনিশিয়ান নেওয়ার সংখ্যার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ রাখে ইম্পা। অন্যদিকে প্রতিদিনের ভিত্তিতে ছবির শুটিংয়ের সময়কাল সীমাবদ্ধ রাখার বিষয়টি নিয়ে আবেদন তোলে ফেডারেশন। সেইসঙ্গে প্রযোজকদের ছবিপিছু পাঁচ লক্ষ টাকা জমা দেওয়ার কথাও তোলা হয় বৈঠকে। টানা এক ঘণ্টার এই বৈঠকে আর কী হল? বৈঠকে উপস্থিত ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত বলেন, ‘আমাদের ১ মাস ধরে আলোচনা চলেছে। আমরা ফেডারেশনকে অনুরোধ জানিয়েছি ছবিতে যতটুকু টেকনিশিয়ান প্রয়োজন ততটুকুই যেন টেকনিশিয়ান নেওয়া হয়। অপরপক্ষের মতামত জমা করা হবে ইম্পাতে। এবার ইম্পা থেকে অনুমোদন পাঠানো হবে ফেডারেশনে তারপর গিয়ে বিষয়টি ঠিক হবে।’ অন্যদিকে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, ‘ইম্পা এবং ফেডারেশনের সঙ্গে আলোচনা চলছে। আমাদের একটা ৩০ লক্ষ টাকার লো বাজেটের মৌ চুক্তি আছে। সেটাকেই আমরা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। এছাড়াও ইউটিউব, রিল, শর্টফিল্মসের ক্ষেত্রেও আমরা বাজেট অনুযায়ী কলাকুশলী নেওয়ার বিষয়টি দেখছি। অন্যদিকে একটা জমানত অর্থ ছবি করতে গেলে ইম্পার কাছে জমা রাখতে হবে। যাতে প্রযোজক অর্থ না দিয়ে চলে গেলেও সেই অর্থটা আমাদের কাছে থাকতে পারে।’