Wednesday, October 4, 2023
Homeসিনে দুনিয়াশুটিং-এর প্রথম দিনেই বিপত্তি! আগুনে ভস্মীভূত সইফ ও প্রভাসের বহু প্রতিক্ষিত আদিপুরুষ...

শুটিং-এর প্রথম দিনেই বিপত্তি! আগুনে ভস্মীভূত সইফ ও প্রভাসের বহু প্রতিক্ষিত আদিপুরুষ ছবির সেট

বাধা বিপত্তি পেরিয়ে জানুয়ারিতে শুটিং শুরুর কথা ছিল সইফ আলি খান ও প্রভাস অভিনীত আদিপুরুষের। কিন্তু শুটিং-এর প্রথম দিনেই ঘটে গেল বিপত্তি। আগুনে ভস্মীভূত শুটিং সেট।
মুম্বইতে তৈরি হয়েছিল সইফ ও প্রভাসের বহু প্রতিক্ষিত আদিপুরুষ ছবির সেট। সেখানেই মঙ্গলবার আগুন লাগে। যে ক্রোমা সেটে শুটিং হওয়ার কথা ছিল সেটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সঠিক সময় দমকল বাহিনী পৌঁছে যাওয়ায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হতাহতেরও কোনও খবর নেই।

যদিও অগ্নিকাণ্ডের সময়  সইফ আলি খান ও  প্রভাস  কেউই উপস্থিত ছিলেন না বলেই খবর। তবে শুটিং ফ্লোরে ছিলেন ছবির পরিচালক ওম রাউত ও মারাঠি অভিনেতা সূর্য।

মঙ্গলবার কিছু ভিসুয়াল এফেক্টসের শুটিং-এর কছা ছিল। যা শেষপর্যন্ত আর হয়ে ওঠেনি।
আদিপুরুষের প্রযোজক প্রসাদ সুতার ও টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের জন্য এই অগ্নিকাণ্ড বড় ক্ষতি তা বলাই বাহুল্য ।

যতক্ষণ না নতুন করে সেটটি তৈরি হচ্ছে ফের শ্যুটিং শুরু করা সম্ভব নয় বলেই জানা যাচ্ছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments