Monday, March 27, 2023
Homeরাজনৈতিকশুভেন্দুকে ফের হুমকি কল্যাণের, বিজেপি নেতার হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল...

শুভেন্দুকে ফের হুমকি কল্যাণের, বিজেপি নেতার হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ

কলকাতা : বিজেপি সাংসদ শুভেন্দু অধিকারীকে আবারও হুমকি দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর দলবদলের পর প্রায় প্রতিদিনই তাঁকে নিয়ে মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল জঙ্গিপাড়ার সভায় শুভেন্দুকে সরাসরি হাত কেটে নেওয়ার হুমকি দিলেন কল্যাণ। বললেন , “তোর হাত কেটে নেব। রামনবমীর আগে দেখা হবে, পিষে দেব।” এছাড়াও নির্বাচনের দিনক্ষণ স্থির হওয়ার আগেই জঙ্গিপাড়ার প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি।

শুবেন্দুকে কটাক্ষ করেছ কল্যাণ এও বলেন, “লক্ষ্ণণ শেঠের পর কাঁথির মেজোবাবুই হয়ে উঠেছিলেন হলদিয়ার ডন। জাহাজ থেকে মাল নামানোর আগে ১৫-২০ শতাংশ কমিশন নিতেন।” এসবের পর এদিন মঞ্চ থেকে কল্যাণবাবু বলেন, “আগামী নির্বাচনে জঙ্গিপাড়ার প্রার্থী হবেন বর্তমান বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী।”

তবে, নির্বাচনের দিন ঠিক হওয়ার আগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এইভাবে প্রার্থীর নাম ঘোষণা উচিত হয়েনি বলে দলের অনেকে মনে করেন।

অবশ্য দল পরিবর্তনের পর থেকে শুভেন্দুও তৃণুমুলের একাধিক নেতাদের অনেকভাবে অপমান করেছেন। বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাবাজ’ বলে অভিযোগ করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments