শেষবেলায় চমক। শুরুতে নাম না থাকলেও নিলামের আগেই নথিভুক্ত হয়ে গেলেন জোফ্রা আর্চার। নিয়ম অনুযায়ী, এবারের নিলামে না থাকা মানে শুধু এবারই নয়, ২০২৭ সাল পর্যন্ত খেলতে পারবেন না। শেষ পর্যন্ত তিনি নাকি বোর্ডকে জানিয়েছেন, আইপিএলের পুরো মরসুমই তিনি খেলবেন। শেষবেলায় ৩ ক্রিকেটারের নাম সংযোজন করল বিসিসিআই। এদের মধ্যে দুজন বিদেশি এবং একজন ভারতীয়। এছাড়াও ঢুকেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে টি২০ বিশ্বকাপ খেলে নজর কাড়া সৌরভ নেত্রাভালকর। আর ভারতীয়দের মধ্যে সুযোগ পেয়েছেন হার্দিক তামোরে। মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি। আগামী রবিবার ও সোমবার সৌদি আরবের জেড্ডায় বসছে আইপিএলের মেগা নিলামের আসর। সেখানে ভাগ্য নির্ধারিত হবে ৫৭৭ জন ক্রিকেটারের।