শুরু থেকেই যেন বিতর্ক ঘিরে রয়েছে কঙ্গনা রানাউত পরিচালিত ‘ইমার্জেন্সি’ ছবিটিকে ঘিরে। আদৌ কি কাটতে চলেছে ছবি মুক্তিকে ঘিরে আইনি জট? অবশ্য কিছুটা তেমনই ইঙ্গিত মিলছে। কঙ্গনার দাবি, সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র মিলেছে এই ছবির। বৃহস্পতিবার সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন সুখবর। ইনস্টাগ্রামের স্টোরিতে কঙ্গনা লেখেন, ‘‘আমরা আমাদের ছবি ‘ইমার্জেন্সি’র জন্য সেন্সর বোর্ডের তরফে ছাড়পত্র হাতে পেয়েছি। খুব শীঘ্রই আমরা ছবি মুক্তির দিন ঘোষণা করব। আপনাদের ধৈর্য্য এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’’