শেষ কবে গোল করেছিলেন? অনেকেই ভুলতে বসেছিলেন সে’কথা। অবশেষে ৫০২ দিন পর গোল করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। আল হিলালের হয়ে ২০২৩ সালের ৩ অক্টোবরের পর দেড়বছর পর, সান্তোসের হয়ে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি, নেইমার পেনাল্টি থেকে গোল করেছেন অ্যাগুয়া সান্তার বিপক্ষে। অবশ্য নেইমার, এই দেড়বছরে বেশিরভাগ সময়ই চোটের কারণে মাঠেই নামতে পারেননি। দীর্ঘদিন গোলের দেখা না পেলেও ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল সংখ্যা তারই। ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা ক্লাব কেরিয়ারের ৩৬১তম গোলের দেখা পেলেন। নেইমার গোল করেছেন, দলও জিতেছে। সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপে অ্যাগুয়া সান্তাকে ৩-১ গোলে হারিয়েছে সান্তোস।