Wednesday, June 7, 2023
HomeUncategorizedশেষ হয়ে যাচ্ছে মিঠাই, বিদায় বেলায় আবেগপ্রবণ আদৃত-সৌমিতৃষা!

শেষ হয়ে যাচ্ছে মিঠাই, বিদায় বেলায় আবেগপ্রবণ আদৃত-সৌমিতৃষা!

 

 

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। প্রায় তিন বছর ধরে চলছে এই ধারাবাহিকটি। প্রথম থেকেই দর্শকদের মনে জায়গা করে নেয় মিঠাই। এবার সবাইকে বিষন্ন করে দিয়ে হয়তো আর কিছুদিনের মধ্যেই চলে যাবে সে।

 

জানা যায় কত শনিবারই সেট বদল হয়েছে মিঠাইয়ের। সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায়ের ইনস্টাগ্রাম পোস্ট থেকেই জানা যায় বিষয়টি। এমনকি পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস মনোহরা সেটটি ভেঙে ফেলার ছবি শেয়ার করও ন্যাশনালজিক হয়ে পড়েছিলেন।

 

সেট বদলের পরই আদ্রিতর আরেকটি পোস্টে জানা যায় মিঠাইয়ের পরিচালক বদলের খবর। দীর্ঘ পরিশ্রমের পর সফল মিঠাই এর যাত্রা ছেড়ে চলে যেতে হয় রাজেন্দ্র প্রসাদ দাস কে। সোশ্যাল মিডিয়ার সেই পোস্টে আদৃত রাজেন্দ্র প্রসাদকে নিজের গুরু বলে সম্বোধন করেন।

 

কিন্তু হাজারো বাধা পেরিয়ে নতুন পরিচালকের পরিচালনায় ও নতুন সেটে আবারো ফিরছে মিঠাই। কিন্তু আর কয়দিন চলবে এই ধারাবাহিক তা নিয়ে চিন্তিত দর্শক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments