জসপ্রীত বুমরাহর চোট তো রয়েইছে। এরসঙ্গে আবার যোগ হল আকাশদীপের নাম। শোনা যাচ্ছে, একমাস মাঠের বাইরে থাকতে হতে পারে বাংলার এই পেসারকে। চোটের জন্যই বাংলার নকআউট পর্বে খেলেননি। তিনি বুমরাহের সঙ্গেই যোগ দেবেন বেঙ্গালুরুতে এনসিএ ক্যাম্পে। মেলবোর্ন টেস্টে খেলার সময়ই চোট পেয়েছিলেন আকাশ দীপ। পিঠের পেছনে টান অনুভব করছিলেন। খেলেননি সিডনি টেস্টেও। অন্যদিকে শোনা যাচ্ছে সুস্থ হয়ে উঠতে বিদেশি সার্জেনের সঙ্গে পরামর্শ করছেন জসপ্রীত বুমরাহ।