Sunday, March 26, 2023
Homeরাজ্যশ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। একপ্রকার শয্যাশায়ী। বুধবার তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, তিনি আপাতত উডল্যান্ডসের হাসপাতালে ভরতি। সেখানেই চলছে বুদ্ধদেববাবুর চিকিত্‍সা।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসেই শ্বাসকষ্টের কারণে চিকিত্‍সক ফুয়াদ হালিমের পরামর্শ অনুযায়ী তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। এরপর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নিজেই বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন বারবার। সেইবার তিনদিন পরই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে বছর ঘুরতে না ঘুরতেই ফের শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি করতে হল তাঁকে। বুধবার দুপুরে এই খবর প্রকাশ্যে আসার পরই বুদ্ধদেববাবুর আরোগ্য কামনায় রত রাজনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments