More
    Homeকলকাতাশ্যামবাজারের ধর্না কর্মসূচি থেকে বিস্ফোরক দাবি শুভেন্দুর

    শ্যামবাজারের ধর্না কর্মসূচি থেকে বিস্ফোরক দাবি শুভেন্দুর

    আর জি কর কাণ্ডে তোলপাড় হয়ে আছে গোটা দেশ। চারিদিকে দফায় দফায় চলছে প্রতিবাদের ঝড়, সুবিচার পাওয়ার জন্য আন্দোলন। এরই মাঝে শ্যামবাজারের ধর্না কর্মসূচি থেকে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “সন্দীপ ঘোষের কুকীর্তি জেনে যাওয়াতেই খুন করা হয়েছে তরুণীকে।” আর জি কর কাণ্ডের প্রতিবাদে সাধারণ মানুষ থেকে শুরু করে সরব সবমহল। শ্যামবাজারে ধর্নায় বসেছে বিজেপি। সেখান থেকেই চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু তবে নিশানাতে মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিল।

    শুভেন্দুর কথায়, “আর জি করের ঘটনা কারও একার কাজ নয়, একাধিক ব্যক্তি জড়িত। সন্দীপের কুকীর্তি জেনে যাওয়ায় ওই চিকিৎসককে খুনের পরিকল্পনা করা হয়।” বিরোধী দলনেতার দাবি, অপরাধীদের বাঁচাতে রক্তের নমুনা পালটে দেওয়া হয়েছে। মুছে দেওয়া হয়েছে সিসিটিভির ফুটেজ। ঘটনার রাতের রস্টারও নষ্ট করে দেওয়া হয়েছে। এমনকি দোষীদের আড়াল করছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেও অভিযোগ করেছেন তিনি। উল্লেখ্য, আদালতের নির্দেশই শ্যামবাজার মোড়ে বিজেপির ধর্ণার কর্মসূচি চলছে। বিকেলে মিছিলেও হাঁটেন শুভেন্দু-সুকান্তরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments