Tuesday, May 30, 2023
HomeUncategorized'শ্রদ্ধেয় বাবা' বলেই তাকে ডাকতে হবে — এমনই নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার...

‘শ্রদ্ধেয় বাবা’ বলেই তাকে ডাকতে হবে — এমনই নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার সর্বাধিক নায়ক কিম!

 

উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন দেশের তরুণদের নির্দেশ দেন তাকে ‘শ্রদ্ধেয় বাবা’ বলে ডাকার জন্য। ৩৮ বছরের নেতার এমন নির্দেশ দেখে মনে পড়ে যায় তার বাবা ও ঠাকুরদার কথা। কিমের বাবা যম জং ২ এবং ঠাকুরদা কিম ২ সং একই নিদান দিয়েছিলেন উত্তর কোরিয়ার তরুণ প্রজন্মকে। তাদেরকেও ‘শ্রদ্ধেয় বাবা’ বলেই ডাকতে হতো।

যদিও দেশের তরুণরা কিমের এই নির্দেশকে ভালোভাবে নিচ্ছেন না। এমনই এক ব্যক্তির কাছ থেকে জানা যায় এই মাসে দেওয়া শিক্ষামূলক ভাষণের সময় ১৪ থেকে ৩৫ বছর বয়সী দের নির্দেশ দেওয়া হয় দেশের জেনারেল সেক্রেটারিকে বাবা বলে ডাকার জন্য।

কিমের বয়স ৩৮ বছর। আর এই কারণেই অস্বস্তিতে পড়ছেন অনেকেই। তাদের সকলেরই মতে কিম এখনো তরুণ। তিনি এখনো তার পূর্বশরীদের মত অভিজ্ঞ হয়ে উঠতে পারেননি তাই তাকে ‘বাবা’ সম্মোধন করতে নারাজ অনেকেই। কিমের বাবা ও ঠাকুরদা যথাক্রমে ৫৩ ও ৫৫ বছর বয়সেই এই খেতাব নিয়েছিলেন। তাই এত অল্প বয়সে কি মেয়ের এমন নির্দেশ দেশের তরুণদের মনে অসন্তোষ বাড়িয়ে দিচ্ছে বলেই জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments