শ্রেষ্ঠদেরও ব্যাড টাইম আসে, তা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং-ফিল্ডিং দেখলেই বোঝা যায়। গুরুত্বপূর্ণ সিরিজের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের টপ টপ ব্যাটারদের রান সংখ্যা ১৩, ২, ০, ০, ২০, ০, ০, ০, ২, ১, ৪। মোট ৪২। অতিরিক্ত ৪ ধরে সেটাই দাঁড়িয়েছে ৪৬ রানে। ডাক মেরেছেন ৫ ব্যাটার। আর সেই পাঁচজন হলেন – বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। সর্বোচ্চ ২০ রান এসেছে ঋষভ পন্থের ব্যাট থেকে। নিজেদের টেস্ট ইতিহাসে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগের দুটি ৩৬ ও ৪২। সে দুটোই বিদেশের মাটিতে অ্যাডিলেড ও লর্ডসে। ঘরের মাটিতে এটাই সর্বনিম্ন ভারতের। এর আগে ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৫ রান। দুই কিউই পেসার ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্কি। দুজনে নিয়েছেন ৯ উইকেট। জবাবে স্পিন-পেস দু’বিভাগ সামলে সাবলীল ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। দিনের শেষে তাদের রান ৩ উইকেট হারিয়ে ১৮০ রান। ৯১ করে ফিরেছেন ডেভন কনওয়ে। একাধিক ক্যাচ মিস, খারাপ ফিল্ডিংয়ের পরেও ভারতের হয়ে তিনটি উইকেট পেয়েছেন অশ্বিন- কুলদীপ- জাদেজা। ফলে, প্রবল চাপেই তৃতীয় দিন শুরু করতে হবে ভারতকে।