Monday, March 27, 2023
Homeপশ্চিমবঙ্গষষ্ঠ থেকে নবম শ্রেণী অব্দি সব পড়ুয়া কে পাশ করানো হবে, বিজ্ঞপ্তি...

ষষ্ঠ থেকে নবম শ্রেণী অব্দি সব পড়ুয়া কে পাশ করানো হবে, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

গতকাল মধ্য শিক্ষা পর্ষদ এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন যে এই বছর ষষ্ট থেকে অষ্টম শ্রেণী অব্দি সব ছাত্র ছাত্রী কে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হলো। মূলত জানুয়ারি মাস থেকেই পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। ইতিমধ্যেই স্কুলগুলিতে পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সোমবার জারি করা নির্দেশিকায় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ‘ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে কোন পরীক্ষা বা মুল্যায়ন ছাড়াই। কিন্তু যখনই স্কুল খুলবে তখন আগের ক্লাসের সিলেবাস পুরো শেষ করবে তারপর এই নতুন ক্লাসের সিলেবাস শুরু করতে হবে।’নির্দেশিকায় জানানো হয়েছে, ” মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের এবছর কোন সিলেকশন টেস্ট হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments