More
    Homeবিনোদনসইফকে নিয়ে বিতর্কিত মন্তব্য অভিনেত্রী উর্বশী রাউতেলার - পরে ক্ষমা চান

    সইফকে নিয়ে বিতর্কিত মন্তব্য অভিনেত্রী উর্বশী রাউতেলার – পরে ক্ষমা চান

    গত কয়েকদিন ধরেই বিনোদন জগতে খবরের শিরোনামে শর্মিলা পুত্র সইফ খান। সইফ খান আহত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি লাখ টাকার পোষাকে এক সাক্ষাৎকার দেন। আর তা নিয়েই শুরু হয় বিতর্ক। সইফ আলি খানকে ছুরি মেরেছে এক দুষ্কৃতী, সেই নিয়ে প্রশ্ন করা হলে উর্বশী রাউতেলা ব্যস্ত ছিলেন নিজের ‘বড়লোকি চাল’ নিয়ে। মা-বাবার দেওয়া লাখ টাকার উপহার শো-অফ করে চরম ট্রোলের মুখে পড়েন নায়িকা। অনেকেই তাঁর মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তোলেন। সেই ঘটনায় আগেই বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন উর্বশী। উর্বশী স্বীকার করেছেন যে তিনি যেভাবে সইফের উপর হামলা সম্পর্ক প্রশ্নের উত্তর দিয়েছিলেন তা ঠিক নয়, তাঁর আরও সতর্ক হওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘ঘটনাটি ঘটেছে ভোর চারটেয়, আমার ইন্টারভিউ হয়েছে সকাল ৮টায়। তখন তিনি নাকি ঠিক মতো জানতেন না ঘটনাটা।

    উর্বশী জানান, ‘আমি যখন জেগে উঠছিলাম, তখন কেউ একজন আমাকে বলেছিল যে সইফ আঘাত পেয়েছে। সে কীভাবে আঘাত পেল কিংবা সেই আঘাতের তীব্রতা নিয়ে আমি কিছুই জানতাম না। আমার সব শুভ কামনা তাঁর সাথে রয়েছে। এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন, এখনও আমি সঠিকভাবে জানি না কী ঘটেছিল। প্রত্যেকে একটি ভিন্ন গল্প বলছে, তাই আমি কী বিশ্বাস করব বা কী উত্তর দেব তা জানি না’। গত ১৭ জানুয়ারি নিজের অ্যাপার্টমেন্টে সইফের ওপর হামলা চালায় এক অনুপ্রবেশকারী। মেরুদণ্ড ও ঘাড়ের কাছে আঘাতের জন্য লীলাবতী হাসপাতালে একাধিক অস্ত্রোপচারের পরে, ২১ শে জানুয়ারি হাসপাতাল থেকে ছুটি পান সইফ। এখন সুস্থ রয়েছেন অভিনেতা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments