‘সকালবেলা দুধ বেচতেন অক্ষয় কুমার’, অভিনেতার এ কোন গোপন তথ্য প্রকাশ্যে আনলেন বন্ধু অজয় দেবগণ? আসলে অক্ষয় যে কতটা স্বাস্থ্য সচেতন, তা কারও কাছেই অজানা নয়। নিজেই একাধিকবার সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁর সকাল শুরু হয় ভোর ৪টে থেকে। এ বার, সেই প্রসঙ্গ নিয়েই অজয়কে ঘিরে রসিকতা করে বসলেন অজয়। একটি সাক্ষাৎকারে অক্ষয় সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “সকলেই হয়তো জানেন যে অক্ষয় ভোর ৪টের সময় ঘুম থেকে ওঠে। কিন্তু আপনারা এটা জানেন না ও এক সময় দুধওয়ালা ছিল। আপনারা জিজ্ঞাসা করে নেবেন পারলে।”