More
    Homeকলকাতাসখী ভালবাসা কারে কয়! সত্যি কি ভালবাসার সংজ্ঞা হয়?

    সখী ভালবাসা কারে কয়! সত্যি কি ভালবাসার সংজ্ঞা হয়?

    সখী ভালবাসা কারে কয়! সত্যি কি ভালবাসার সংজ্ঞা হয়? নাহ, এ কাহিনি কোনও সেলিব্রিটির নয়। বরং এক অসহায়ের, যে সমাজের চোখে চোর! বড়দিনে স্ত্রীকে ভালবাসা’র গিফট দিতে হবে। কিন্তু টাকা কোথায়! ভালবাসলে যে কত কীই করা যায়, যুবকও তাই দিশাহীন। রাস্তায় এখন আকছারই দেখা যায় আই লাভ দিয়ে শহর বা এলাকার নাম। মাঝে ‘লাভ’ আবার চিহ্নেই দেওয়া থাকে। প্লাস্টিকের সেই ‘লাভ’টাই খুলে স্ত্রীয়ের জন্য নিয়ে যেতে চেয়েছিলেন সেই যুবক। কিন্তু সিসিটিভি দেখে ধরা পড়ে গেলেন পুলিশের হাতে। ঠিকঠাক খুলতেও পারেননি, ভেঙেই গেছে সেই ‘লাভ’ চিহ্ন। তবু তা চুরি। ধরা পড়লেন ঠিকই, কিন্তু পুলিশ ঘটনা শুনে কড়া হতে পারেনি। কীভাবেই বা হবেন তাঁরা! পুলিশ যে মানুষের বন্ধুই। অসহায় যুবককে স্ত্রীকে ভালবাসার জন্য একগুচ্ছ গোলাপই কিনে দেন। থানার বাইরে অপেক্ষায় থাকা সেই গোলাপগুচ্ছই স্ত্রীকে উপহার দেন যুবক। আর স্ত্রীকে কথা দেন, আর কখনও কোনও পরিস্থিতিতেই চুরি করবেন না। ঘটনাটা যুবক ঘটান ২৪ ডিসেম্বর। ঘটনা ঘটে বীরভূমের সিউড়ি শহরে সার্কিট হাউস লাগোয়া ‘আমার ভালোবাসা সিউড়ি’ লেখায়। সেই ভালবাসা চিহ্নই চুরি করায় ২৫ ডিসেম্বর বীরভূমের মহম্মদবাজার থেকে পুলিশ আটক করে যুবককে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments