সাজা ঘোষণা হতে চলেছে আর জি কর কাণ্ডের প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের। তার আগেই সামনে আসলো সঞ্জয় রায়ের পরিবারের কথা। যদিও সঞ্জয় প্রথম থেকেই বলে আসছে সে অপরাধী নয়। এই আবহে সঞ্জয়ের বোন অবশ্য জানিয়ে দিয়েছেন, শিয়ালদা আদালতের রায়কে তারা উচ্চ আদালতে চ্যালেঞ্জ জানাবেন না। এরই সঙ্গে সঞ্জয়ের সাজা ঘোষণার আগে তার বোন দাবি করলেন, আরজি করের ঘটনায় আরও অন্য কেউ যদি জড়িত থাকে, তাহলে তদন্ত করে সেটা বের করা উচিত। এখন যারা বাংলা অপেক্ষা করছে CBI এর পরবর্তী পদক্ষেপের দিকে।
এক সাক্ষাৎকারে সঞ্জয়ের বোন বলেন,’সঞ্জয় বড় হওয়ার পর মদ খেতে শুরু করেছিল। তবে তা ছাড়া ওর বিরুদ্ধে মেয়ে ঘটিত কোনও অভিযোগ আজও পর্যন্ত শুনিনি। অবশ্য আমরা ওর সঙ্গে থাকতাম না। তাই নিয়মিত যোগাযোগও ছিল না। গত কয়েক বছর ধরে ও অন্যত্র থাকত। তাই ও কেমন লোকেদের সঙ্গে মিশত, তা আমার জানা নেই। ও কোনও অপরাধের সঙ্গে যুক্ত কি না, সেটাও বলতে পারব না। যদি অন্য কেউ এই অপরাধের সঙ্গে সরাসরি বা প্রত্যক্ষ ভাবে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করা উচিত।’ কমবেশি সকলেরই ধারণা, এই কাজে সঞ্জয়ের সঙ্গে আরও এক বা একাধিক মানুষ যুক্ত ছিল। কোনো অজ্ঞাত কারণে CBI তা নিয়ে মুখ খুলছে না।