সত্যিই বদলে গেছেন বিরাট কোহলি। ২২ গজে মাইলস্টোন স্পর্শ করতেই পারেন, কিন্তু মন এখন ধম্মে-কম্মেই। সময় সুযোগ পেলেই ধর্মীয় স্থানে যান বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তা হয়তো মনসংযোগ বাড়াতেই! সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শেষ হয়েছে। জানা গেছে, এরপরই নাকি শিবির ছাড়েন বিরাট কোহলি। সমাজ মাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যাচ্ছে মুম্বইতে কৃষ্ণ দাসজির কীর্তন শুনছেন বিরুষ্কা। এবারই প্রথম নয়, এর আগেও দেশ-বিদেশে কৃষ্ণ দাসজির কীর্তন শুনতে গিয়েছিলেন তাঁরা। মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকাল মন্দিরও পরিদর্শন করেন। দু’জনে বৃন্দাবনও গিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্য রানে ফিরলেও, দ্বিতীয় ইনিংসে ৭০ রান করেন বিরাট। ৯০০০ রানের মাইলস্টোন ছুঁলেও, সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাট থেকে। ২৪ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্টে শুরু ভারত-নিউজিল্যান্ডের।