সন্তান জন্মের পর বড় ক্লান্ত নাকি দীপিকা পাডুকোন! কতটা জীবন বদলেছে নায়িকার? সাধারণত সপ্তাহান্তে জমকালো পার্টিতেই বেশি দেখা যায় বলিতারকাদের। সেই দিক থেকে দাঁড়িয়ে কিছুটা ভিন্ন পথেই হাঁটেন অভিনেত্রী। রবিবার গভীর রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিম শেয়ার করেছেন দীপিকা। সেখানে দেখা গিয়েছে একটি ঘরে তিন জন ব্যক্তি শুয়ে রয়েছেন এবং তাঁদের সামনে চলছে টিভি। বুকের উপর রাখা এক একটি পিৎজার বাক্স। মিম-এ লেখা রয়েছে, ‘আমি যখন বলি, আমার পার্টি করা দরকার, আসলে আমি এটাই বোঝাতে চাই।’ ছবিটি শেয়ার করে দীপিকা লিখেছেন, ‘ওরা কী করে জানল আমি কী ভাবে রবিবারগুলো কাটাই?’ আসলে পরোক্ষভাবে অভিনেত্রী এটাই বোঝাতে চেয়েছেন সন্তান জন্মের পর পেশাগত এবং ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে বিশ্রাম করেই রবিযাপন করতে চান তিনি। অভিনেত্রীর এই পোস্টকে বেশ মজার ছলেই নিয়েছেন অনুরাগীরা।