সন্তোষের মূল পর্বে দুরন্ত বাংলা। কোয়ার্টার ফাইনালে ওড়িশাকে হারিয়ে সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে গেল সঞ্জয় সেনের ব্রিগেড। শেষ আটের লড়াইয়ে ওড়িশাকে ৩-১ গোলে হারায় বাংলা। তবে শুরুতে এদিন পিছিয়ে পড়েছিল বঙ্গব্রিগেড। সেখান থেকেই ঘুরে দাঁড়ায় দল। বাংলার হয়ে গোলগুলো করেন নরহরি শ্রেষ্ঠা, রবি হাঁসদা এবং মনোতোষ মাজি। ম্যাচের সেরা হন নরহরি শ্রেষ্ঠা। এখনও পর্যন্ত মূলপর্বে অপরাজেয় রয়েছে সঞ্জয় সেনের ছেলেরা