থেমে গেলে চলবে না। এই দলটাকেই ধরে রাখতে হবে। প্রয়োজনে শিবির চালিয়ে যেতে হবে। সন্তোষ জয়ী দল নিয়ে পরামর্শ দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাবে জমকালো সংবর্ধনা দেওয়া হল সন্তোষ জয়ী বাংলা দলকে। শনিবার আবার সংবর্ধিত করবে মোহনবাগান ক্লাব। শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাবে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘বাংলার কোচ সঞ্জয় সেনকে অনুরোধ করব দু’মাস অন্তর একটা শিবির করার জন্য। যাতে ছেলেরা খেলার মধ্যে থাকে। যা সাহায্য দরকার, রাজ্য সরকার করবে।’ সন্তোষজয়ী দল ও স্টাফদের উত্তরীয়, পুষ্পস্তবক, ঘড়ি এবং মিষ্টি দেওয়া হয় ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। বাংলা দল সন্তোষ ট্রফি জয়ের পরই ইস্টবেঙ্গল ক্লাবের সচিব রূপক সাহা ঘোষণা করেছিলেন, ‘এই দলটা বাংলার গর্ব। ওদের জন্য গর্বিত। ওদের সংবর্ধনা প্রাপ্য।’