More
    Homeখবরসন্দেশখালিতে মমতার পাল্টা শুভেন্দুর বার্তা

    সন্দেশখালিতে মমতার পাল্টা শুভেন্দুর বার্তা

    সোমবার মুখমন্ত্রীর জনসভার ঠিক কিছুটা দূরেই মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা করলেন। এদিন বিজেপি তরফ থেকে জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই সভা থেকেই রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে একযোগে নিশানা করেন তিনি। শুভেন্দুর প্রতিশ্রুতি, ‘বিজেপিকে আনুন। ঘরের জন্য ৩ লক্ষ টাকা দেব। সঙ্গে সৌর আলো, শৌচালয়, পানীয় জলও দেবো।’ আবাসে রাজ্যের টাকার পরিমান নিয়েও খোঁচা দিতে ছাড়েননি তিনি।
    এরই সঙ্গে শুভেন্দু অধিকারী
    সোমবারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার কথাও তুলে ধরেছেন। তিনি বলেন কেন্দ্র টাকা দেয় না। তারা ইতি মধ্যেও ৬০ হাজার টাকা ১২ লক্ষ পরিবারের ব্যাঙ্কে কাছে পৌঁছে দিয়েছেন। এই নিয়েও শুভেন্দু অধিকারী তীব্র ভৎসনা করেন। এদিন জনসভা থেকে বারংবার “হিন্দু জাগরণের” কথা বলতে থাকেন। বছর শেষে হাইভোল্টেজ সন্দেশখালি হয়ে ওঠে উঠেছে।

    শুভেন্দু এদিন দাবি করেন, ‘লোকসভায় আপনারা ৭ হাজার লিড দিয়েছেন। বিধানসভায় ২৭ হাজার লিড চাই। সন্দেশখালি তো জিতবই। হিন্দু প্রধান, তপশিলি প্রধান হিঙ্গলগঞ্জ, বসিরহাট দক্ষিণও জিতব। যেখানে হিন্দু বেশি, সে সিট মমতাকে দেবো না।’ এ রাজ্যে বিজেপির সরকার হলে সন্দেশখালির ঘটনায় কমিশন বসবে বলেও জানান তিনি।
    কিছুদিন আগেই বসিরহাট লোকসভা নির্বাচনে জয়লাভ করেন হাজি নুরুল ইসলাম। তার মৃত্যুর পর এখনো সেখানে নির্বাচন হয়নি। শুভেন্দু আরো দাবি করেন, এবার সেখানে বিজেপি জিতবে। একই সঙ্গে শুভেন্দু শুনিয়ে রাখেন, প্রয়াত সাংসদের মনোনয়ন ত্রুটিপূর্ণ ছিল। রেখা পাত্র হাইকোর্টে এ নিয়ে মামলাও করেছেন। শুভেন্দুর কথায়, ‘রেখার মামলায় কয়েক দিন আগেই শুনানি ছিল। রাজ্য সরকার হলফনামা জমা দিতে গিয়েছিল। হলফনামা বাতিল করে বিচারপতি কোর্টে ক্ষমা চাইয়েছেন। পরের ডেট ১৫ জানুয়ারি। নিশ্চিন্তে থাকুন, সাংসদ বিজেপিরই হবে।’ শুভেন্দু আশাবাদী সন্দেশখালি যে ভাবে পথ দেখিয়েছে আন্দোলনের তেমন আগামীদিনে পশ্চিমবঙ্গ পথ দেখাবে

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments