More
    Homeবিনোদনসন্ধানে মিমির নতুন প্রেম

    সন্ধানে মিমির নতুন প্রেম

    মিমি কিন্তু খুব বেশি বিতর্কে থাকেন না। আবার এটাও ঠিক ৩৫ বছরের সিঙ্গেল মিমিকে নিয়ে প্রশ্ন তো উঠবেই। তবে এই মুহূর্তে মিমি ছুটি কাটাতে সাগর পারে। একটা সময় টলিউডের সবচেয়ে বড় ‘ওপেন সিক্রেট’ ছিল রাজ-মিমির প্রেম। তবে ২০১৬ সালে আচমকাই ভেঙে যায় এই বহুচর্চিত প্রেম কাহিনি। কেন ভেঙেছিল এই প্রেম? সেই নিয়ে বছর ছয়েক আগে কম চর্চা হয়নি টলিপাড়ায়। তারপর থেকে মিমি চক্রবর্তী অফিসিয়্যালি সিঙ্গল। তবে নতুন বছরে মিমির জীবনে নতুন প্রেম?

    সোশ্যাল মিডিয়ায় এই জল্পনা উস্কে দিলেন মিমির ঘনিষ্ঠ বান্ধবী পার্নো মিত্র। ছুটি কাটাতে আপতত সাগরপাড়ে মিমি। সেখান থেকেই কি সম্পর্কে থাকার ইঙ্গিত দিলেন? অন্তত তেমনই সন্দেহ পার্নোর। এমনিতে মিমি মাঝেমধ্যেই একা ছুটি কাটাতে যান,কখনও আবার পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে। প্রতিবারই ট্রিপের সুন্দর ছবিও শেয়ার করে নেন। আপতত সমুদ্রের পারে ছুটি কাটাচ্ছেন মিমি। সেখান থেকে একগুচ্ছ ছবি ভাগ নিয়েছেন। মিমির মুখে যেন নতুন কনের চমক— চোখে রোদচশমা, পরনে কালো স্নান পোশাক, সঙ্গে লম্বা প্রিন্টেট শ্রাগ, হাওয়ায় উড়ছে চুল। চোখে রোদচশমা, হাতে অ্যাপেল ওয়াচ। মিমি লেখেন, ‘সূর্য ও সমুদ্রসৈকতের মাঝে খুশি, সঙ্গে রয়েছে পিৎজা।’কিন্তু মিমির ছবির সৌজন্যের অংশ দেখে হতবাক অনেকেই। সেই নিয়েই বন্ধুকে মিষ্টি খোঁচা দিয়েছেন পার্নো। ছবির সৌজন্যে মিমি লাল হৃদয়ের ইমোজি এঁকেছেন। এটা নতুন প্রেমের বার্তা বলেই মনে করছেন অনেকে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments