অবশেষে বঙ্গবাসীর ঘুম ভাঙল মেঘলা আকাশ দেখে। আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে দুই এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে আজও। বীরভূম,পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনই দক্ষিণবঙ্গে বড়ো কোনও দুর্যোগের আশঙ্কা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
শুক্রবার ভারী বৃষ্টি হবে পূর্ব দিক ও উপকূলের জেলাতে। মুর্শিদাবাদ,নদীয়া ও দুই চব্বিশ পরগণাতেও শুক্রবার রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের জেলা গুলিতে একই রকম ভাবে বজায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। জলপাইগুড়ি,কোচবিহার ও আলিপুরদুয়ারে রয়েছে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেল গুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এছাড়া ধস নামা নিয়েও সতর্ক করেছে হাওয়া অফিস। প্রবল বৃষ্টিতে যেকোনো সময়ে ধস নামতে পারে বিচ্ছিন্ন হতে পারে যোগাযোগ ব্যবস্থা। তিস্তা,জলঢাকা সহ অন্যান্য নদীর জলস্তর পৌঁছাতে পারে বিপদ সীমার উপরে।