নভেম্বর প্রায় শেষ হলেও শীতের আমেজ তেমনভাবে আসেনি। বরং, আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘ফেনজল’-এ পরিণত হতে পারে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলো, বিশেষত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। এই নিম্নচাপ বর্তমানে পণ্ডিচেরি থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণে এবং চেন্নাই থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। এটি আজ, বুধবার, ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। সম্ভাব্য গতিপথ অনুযায়ী এটি শ্রীলঙ্কা এড়িয়ে তামিলনাড়ুর দিকে এগোচ্ছে এবং শনিবার স্থলভাগে প্রবেশ করতে পারে।
উপকূলের চার জেলায় শুক্রবার (২৯ নভেম্বর) থেকে রবিবার (১ ডিসেম্বর) পর্যন্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি।শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি। এবং রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে।
বৃষ্টির কারণে উপকূলীয় এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। এর ফলে শীতের আমেজ কিছুটা কমতে পারে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, এবং মালদহে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বেলা বাড়ার সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সপ্তাহের শেষ দিকে শীত আরও নামার সম্ভাবনা না থাকলেও সামান্য শীতের আবহ বজায় থাকবে।