‘সবার ওপরে মানুষ সত্য’। ভিন্ন ধর্মের হলেও, সে কথাটাই এবারের পুজোয় প্রমাণ করলেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। এতদিন দেবীপক্ষে ফিতে কেটে বিভিন্ন মণ্ডপে উদ্বোধনে যেতেন, এ’বছর থেকে নিউটাউন আবাসনে নিজের বাড়িতেই শুরু করলেন দুর্গাপুজো। ধর্মের বেড়াজাল ভেঙে সম্প্রতির বার্তা যেন দিলেন মেহতাব হোসেন। স্ত্রী মৌমিতা ও শ্যালক দেবাশিস রায়ের উদ্যোগেই নিউটাউনের বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করেছেন তিনি। স্ত্রী মৌমিতা দুর্গাপুজো করার প্রস্তাব দিতেই তা মেনে নেন মেহতাব। তারপরই শ্যালকের উদ্যোগে তোড়জোড় শুরু হয়। পুজোর চারদিন বাঙালি সাজে ধুতি পাঞ্জাবি পরেই বাড়ির পুজোতে ব্যস্ত থাকতে চান একসময়ের মিডফিল্ড জেনারেল।