Tuesday, May 30, 2023
HomeUncategorizedসবার সামনেই ফিল্মি কায়দায় কৌশাম্বিকে প্রপোজ করলো আদৃত! রেগে বোম মিঠাই ভক্তরা

সবার সামনেই ফিল্মি কায়দায় কৌশাম্বিকে প্রপোজ করলো আদৃত! রেগে বোম মিঠাই ভক্তরা

 

মিঠাই ধারাবাহিকের সময় খারাপ গেলেও ধারাবাহিকের অভিনেত্রী অনন্যা গুহুর জীবন এখন সফলতায় ভরে উঠেছে। অত্যন্ত কম বয়স থেকেই বাঙালি দর্শকদের মনোরঞ্জন করছে অনন্যা।

জি বাংলা কৃষ্ণকলি ধারাবাহিকের মুন্নি চরিত্রে লাভ করেন সে। এরপর মিঠাই ধারাবাহিকের পিংকিটির চরিত্রেও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অনন্যা। সেই সঙ্গে দেখা মিলেছিল লক্ষ্মী কাকিমার মেয়ের চরিত্রেও।

মাত্র উনিশ বছর বয়সে অনন্যা যা করেছেন তা অনেকেই করতে পারেন না। কত বছর নিজের উপার্জনের টাকায় গাড়ি কিনেন অনন্যা। আর এই বছর আবার দ্বিতীয় গাড়ি কিনে ফেললেন অভিনেত্রী। নিজের প্রিয় লাল রঙের একটি নিশান গাড়ি কিনেছেন অভিনেত্রী। নিজের পরিবার ও কাছের মানুষদের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি।

এছাড়াও অভিনেত্রীর খুশি দ্বিগুণ হয় জীবনে ভালোবাসা খুঁজে পাওয়ার কারণে। ইউটিউবার অভিনেতা সুকান্ত কুন্ডু সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানা যায়। এরপর সোশ্যাল মিডিয়ায় এই যুগলের প্রেমের মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments