তিন ম্যাচ পর বাংলা হারল। কিন্তু তার থেকেও বেশি চিন্তা ক্রিকেটভক্তদের ধরিয়ে দিলেন মহম্মদ শামি। সবে ঘরোয়া ক্রিকেটে ফিটনেস পরীক্ষা দিচ্ছিলেন। এরমধ্যেই আবার চোট! বল করতে গিয়েই কোমরে (পিঠের নিচের দিকে) হাত দিয়ে বসে পড়েন শামি। এরপর দ্রুত চিকিৎসায় সাড়া দিয়ে অবশ্য উঠে দাঁড়ান। ওভারও শেষ করেন। শামির চোটে ফের চিন্তার ভাঁজ বাড়ল ক্রিকেটপ্রেমীদের। তবে কী সম্পূর্ণ ফিট হতে পারেননি শামি, এই প্রশ্নও উঠছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হার মানতে হল মধ্যপ্রদেশের কাছে। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করে বাংলা। ভাল রান তুললেও, হতাশ করেন বাংলার বোলাররা। মধ্যপ্রদেশ ৪ উইকেট হারিয়েই জয়ের রান তুলে নেয়। বাংলার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন করণলাল (৪৪)। শাহবাজ আহমেদ করেন ৩৭ রান। শামি ৪ ওভারে ৩৮ রান দিলেও কোনও উইকেট পাননি। ৩৩ রান দিয়ে উইকেট পাননি শাহবাজ আহমেদও।