Wednesday, June 7, 2023
HomeUncategorizedসব ভুলে আবারো পুরনো ভালোবাসাকে কাছে টেনে নিলেন সুস্মিতা সেন!

সব ভুলে আবারো পুরনো ভালোবাসাকে কাছে টেনে নিলেন সুস্মিতা সেন!

পুরনো প্রেমকে ভোলা সহজ নয়। কিছুতেই প্রাক্তন প্রেমিক রোহমনকে ভুলতে পারছিলেন না সুস্মিতা সেন। আর সেই কারণেই তার জীবনে ফের জায়গা করে নিল রোহমন।

শুধু তাই নয় একসঙ্গে যাবতীয় কাজ করতে দেখা গেছে এই যুগলকে যেমন কখনো এক্সারসাইজ, কখনো আবার ফিল্মি পার্টি। একেবারেই নজর হারা করছেন না রোহমনকে। এবং তার প্রমান দেখা যায় ইনস্টাগ্রাম পোস্ট এই।

ইনস্টাগ্রাম খুললেই দেখা যায় রোহমন ও সুস্মিতার নতুন ছবি। এবং সেই পোস্টে পাশে বসে চোখে চোখ রেখে কথা বলতে দেখা যাচ্ছে যুগলকে।

গত বছরের শেষের দিকে কাশ্মীরি মডেল রহমান রহমানের সঙ্গে সম্পর্ক ভাঙ্গে সুস্মিতার। অভিনেত্রী বলেছিলেন রহমানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকবে। তিক্ততার কারণেই এই বিচ্ছেদ হয় বলে জানা গিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments