সময় যেদিন খারাপ যায়, সবভাবেই বোধহয় খারাপ হয়! ভারতের বেসামাল অবস্থায় উদ্বেগ বাড়াল ঋষভ পন্থের চোট। অস্ত্রোপচার যে পায়ে হয়েছিল, সেখানেই খেলতে গিয়ে চোট পেলেন পন্থ। যেতে হল মাঠের বাইরে। তার পরিবর্তে বাকি সময় কিপিং করেন ধ্রুব জুরেল। নিউজিল্যান্ডের ইনিংসের ৩৭-তম ওভারে বল ধরতে গিয়ে ডান হাঁটুতে চোট পান ঋষভ। বল সোজা এসে লাগে পায়ে। তাতেই ফের হাঁটু ফুলে ওঠে। ফিজিওদের সাহায্যেই তাঁকে মাঠ ছাড়তে হয়। ম্যাচ শেষে রোহিত শর্মা জানিয়েছেন, ‘তৃতীয় দিন আবার খেলতে পারবে এই আশা রাখছি।’ উল্লেখ্য, ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর অসম্ভব মনের জোর দেখিয়ে ফিট হয়ে মাঠে ফিরেছেন ঋষভ পন্থ।