‘অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে একজন মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুন একজন মহিলা সঙ্গীত শিল্পীর ধর্ষণ ও খুন, দুটো ঘটনাই এক… এতবড় অপরাধ হওয়ার ২ মাস পরেও অপরাধীদের সঠিকভাবে চিহ্নিত করা যায় না কেন?’ সমাজমাধ্যমে বিস্ফোরক সঙ্গীতশিল্পী মেঘলা দাশগুপ্ত। আরজি কর-কাণ্ডের ২ মাস অতিক্রান্ত। কিন্তু বিচার এখনও অধরা। ‘সত্যিই কি কাজটা এতটা কঠিন?’ প্রশ্ন রাখলেন মেঘলা। এদিন সমাজমাধ্যমে এই মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন তিনি। লিখলেন, ‘অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে একজন মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুন একজন মহিলা সঙ্গীত শিল্পীর ধর্ষণ ও খুন, দুটো ঘটনাই এক। যেহেতু আমার পেশা সঙ্গীত। তাই এই পেশাকে টেনেই এই কথা বললাম। বাকিরা যে যার কর্মক্ষেত্রের সঙ্গে মিলিয়ে নিজেকে প্রশ্ন করুন। স্বার্থপরের মতো, একদম নিজের জন্যে। নিজেকে এই জায়গায় রেখে একবার ভাবুন। এরম একটা সমাজ কি চান যেখানে এমন একটি অপরাধ হওয়ার ২ মাস পরেও অপরাধীদের সঠিকভাবে চিহ্নিত করা যায় না? সত্যিই কি কাজটা এতটা কঠিন? স্বদিচ্ছা থাকলে কি এর সমাধান করা যেত না?’