More
    Homeআন্তর্জাতিকসমীক্ষায় বিশ্বের ভয়ঙ্করতম রাস্তার তালিকায় চতুর্থ স্থানে ভারত

    সমীক্ষায় বিশ্বের ভয়ঙ্করতম রাস্তার তালিকায় চতুর্থ স্থানে ভারত

    সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় দেখা গিয়েছে বিশ্বের ভয়ঙ্করতম রাস্তার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত। সেই তালিকার একদম ওপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ইন্টারন্যাশনাল ড্রাইভার এডুকেশন কোম্পানি জুটোবি (Zutobi) এই রিসার্চ করে। ৫৬টি দেশের ওপর করা সমীক্ষায় যে তালিকা তৈরি করা হয়েছে, তাতে দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড। তৃতীয় স্থান দখল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

    অন্যদিকে সবচেয়ে নিরাপদ রাস্তা রয়েছে নরওয়েতে। নিরাপদ রাস্তার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও তৃতীয় স্থানে সুইডেন। জুটোবি জানিয়েছে পাঁচটি প্রধান ফ্যাক্টর কাজ করেছে এই তালিকা তৈরির ক্ষেত্রে। একদিকে যেমন দেখা হচ্ছে প্রতি দশ লক্ষে রাস্তায় ট্রাফিক কত, তেমনই দেখা হয়েছে গাড়ির চালক ও যাত্রীদের পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতার বিষয়টি।

    এছাড়াও সমীক্ষকদের নজরে ছিল নেশা করে গাড়ি চালানোর প্রবণতার দিকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল হেলথ অবজারভেটরির দেওয়া তথ্য নিয়েও সমীক্ষাটি করা হয়। নেশা করে গাড়ি চালানো, গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখার মতো মাপকাঠিগুলির ওপর জোর দেন গবেষকরা।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments