More
    Homeবিনোদনসম্প্রতি অমিতাভ বচ্চনের একটি পোস্ট ঘিরে জন্মেছে ধোঁয়াশা

    সম্প্রতি অমিতাভ বচ্চনের একটি পোস্ট ঘিরে জন্মেছে ধোঁয়াশা

    বরাবরই সমাজমাধ্যমে সক্রিয় অমিতাভ বচ্চন। অনুরাগীদের মধ্যে তাঁর ব্লগের বহুল জনপ্রিয়তা। মাঝেমধ্যেই কম-বেশি মনের কথা ভাগ করে নেন অভিনেতা। তবে সম্প্রতি অমিতাভ বচ্চনের একটি পোস্ট ঘিরে জন্মেছে ধোঁয়াশা। সেই সঙ্গে চিন্তার ভাঁজ ভক্তদের কপালেও। ‘বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে…’, কেন এমন লিখলেন বর্ষীয়ান তারকা? দীর্ঘ জীবনের কাছে কি হার মানার কথা বলতে চেয়েছেন?

     

    একটি টুইট। মাত্র তিনটি শব্দ। ‘টাইম টু গো’! যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় কিছুটা এমনই। বচ্চনের পোস্ট নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। ‘বিগ বি’-র এ হেন নেতিবাচক মন্তব্যে উদ্বেগে তাঁর অনুরাগীরা। অনেকেই প্রশ্ন করেছেন, ‘কী হয়েছে আপনার?’, ‘এই লেখার অর্থ?’ যদিও এই বিষয় নীরব রয়েছেন অভিনেতা।

     

    সদ্যই দিল্লির নির্বাচনের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছিলেন অমিতাভ বচ্চন। বিশ্ব অডিও ভিজ্যুয়াল এবং বিনোদন শীর্ষ সম্মেলন (WAVES 2025) সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন মোদি। অমিতাভ ছাড়াও সেই সভায় উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments