সরফরাজ কি বাদ? ভারতীয় একাদশ নিয়ে ধোঁয়াশার মধ্যেই জোরালো হয়েছে এই জল্পনা। বৃহস্পতিবার থেকে পুনেয় শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। ভারতের কাছে যা ঘুরে দাঁড়ানোর লড়াই। নিউজিল্যান্ডের কাছে ম্যাচের পর সিরিজ জেতার। শুভমন গিল ও ঋষভ পন্থ দু’জনেই সুস্থ হয়ে ওঠায় প্রথম একাদশ সাজানো নিয়ে ঘোর সংকটে টিম ইন্ডিয়া। গৌতম গম্ভীর সাংবাদিক সম্মেলনে বলেই দিয়েছেন, কেএল রাহুলের ওপর ভরসা রাখতে চান। শুভমন ও পন্থ খেললে এক ব্যাটারকে বসতেই হবে প্রথম টেস্টের। সেক্ষেত্রে কেএল রাহুলের প্রতি ভরসা রাখলে, সরফরাজ বাদ যেতে পারেন। তাতে তাঁর প্রতি অবিচারই করা হবে তা বলাই যায়। কারণ, গত ম্যাচেই ১৫০ রান করে অসাধারণ লড়াই করেন সরফরাজ। তবে সরফরাজ সোমবারই পিতৃত্বের স্বাদ পান। ছেলেকে দেখতে যান হাসপাতালে। সেকারণে অনুশীলনে উপস্থিত থাকতে পারেননি। তাই বিশ্রামেই রাখা হতে পারে তাঁকে।