শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গাড়ি থেকে নেমে পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি। ব্রাত্যের গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া থেকে শুরু করে ‘গো ব্যাক স্লোগান’, বাড়তে থাকে বিক্ষোভের তেজ। ভেঙে দেওয়া গাড়ির ‘লুকিং গ্লাস’ও। মন্ত্রী জানান, গাড়িতে ইট ছোড়া এবং হেনস্থার জেরে আহত হয়েছেন তিনি। তবে আহতদের সংখ্যা রয়েছে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যেও।
এরই মধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে চলে আসা এক আন্দোলনরত পড়ুয়ার ছবি। এই বিষয়টিকে ঘিরেই এ বার সর্বসমক্ষে কটাক্ষ ছুড়লেন অভিনেতা ঋদ্ধি সেন। লিখলেন, ‘এক দশক আগেই ব্রাত্য বসু নিজের বিবেক, মগজ আর শিক্ষা ক্ষমতার গাড়ির নিচে চাপা দিয়ে দিয়েছিলেন।’
অভিনেতার পোস্টের প্রত্যুত্তরে ধেয়ে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই এই পোস্টের সঙ্গে যেমন সহমত পোষণ করেছেন, আবার বিরূপ মন্তব্যও করেছেন কেউ কেউ।
বিশ্ববিদ্যালয় চত্বরে বিশৃঙ্খলা নিয়ে পরে মুখ খুলেছিলেন ব্রাত্য। তিনি বলেন, “এটা যদি উত্তরপ্রদেশে হত, কোনও ছাত্র সংগঠন এই কাজ করতে পারত? আজকের যে ঘটনা, আমরা চাইলেই পুলিশ ডাকতে পারতম। কিন্তু আমি বারণ করেছি, শিক্ষাঙ্গনে যেন এক জনও পুলিশ না প্রবেশ করে…যাঁরা অধ্যাপকদের উপর আক্রমণ করছেন, তাঁরা শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের বিরুদ্ধে ক’টা পদক্ষেপ গ্রহণ করেছেন? তাঁরা তৃণমূলের অধ্যাপকদের উপর আঘাত করতে চান, কিন্তু বিজেপির ব্যাপারে তাঁরা নিশ্চুপ থাকেন।”